সোনামসজিদ দিয়ে ১৯৯ টন ভারতীয় পেঁয়াজ এল বাংলাদেশে

খায়রুল আলম(ঢাকা) : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজভর্তি ট্রাক ঢুকল বাংলাদেশে। শনিবার প্রায় বেলা ১১টা নাগাদ পেঁয়াজ ভর্তি প্রথম ট্রাকটি বাংলাদেশে প্রবেশ করে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিফুর রহমান বাবু জানান, গত ১৪ সেপ্টেম্বরের আগে খোলা এলসির বিপরীতে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। অনুমতির পর শনিবার থেকে পেঁয়াজের ট্রাক সোনামসজিদ বন্দরে ঢুকতে শুরু করেছে। ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় দুই শতাধিক ট্রাক আটকে আছে।

এছাড়া বেশকিছু ট্রাক পথে রয়েছে বন্দরে আসার জন্য। পর্যায়ক্রমে পেঁয়াজভর্তি সব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত সাতটি ট্রাকে ১৯৯ টন পেঁয়াজ ঢুকেছে বলে জানা গেছে। ট্রাকে কয়েক দিন পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন-পেঁয়াজ কূটনীতি: ভারত কথা রাখল না?

Previous articleপ্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের ‘পুজো বাজার’
Next articleNIA জেরার মুখে ভেঙে পড়ছে ৬ আল-কায়দা জঙ্গি! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য