Thursday, August 28, 2025

রবিবার রাজ্যসভায় কৃষিবিল পেশ করল সরকার। আর সে নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধীরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস, সঙ্গে কংগ্রেস। ক্ষোভে-বিক্ষোভে রুল বুক ছিঁড়ে ফেললেন তৃণমূল দলনেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন। ফলে কিছুক্ষণের জন্য সভা মুলতবি রাখেন ডেপুটি চেয়ারম্যান । ডেরেক বলেন, সরকার সব ধরণের নিয়ম ভাঙছে। পরে সভা শুরু হলে ধ্বনি ভোটে দুটি বিল পাশ হয়ে যায়।

এদিন দুপুরে তিনটি কৃষি বিল পেশ করে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। একদিকে ট্যুইটে যখন রাহুল গান্ধী ‘কালা আইন’ বলে কটাক্ষ করছেন, তখন রাজ্যসভা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। স্লোগান দিতে শুরু করেন দোলা সেন সহ অন্য দলের সাংসদরা। ডেপুটি চেয়ারম্যান  বিক্ষোভ উপেক্ষা করে বিল নিয়ে আলোচনার জন্য বলতে ডাকলেও বিক্ষোভে আর স্লোগানে কোনও আলোচনাই করতে পারেননি। আপের এক সাংসদ ডেপুটি চেয়ারম্যানের টেবিল পর্যন্ত পৌঁছে যান। অগত্যা ডেপুটি চেয়ারম্যান  বাধ্য হন সভা কিছুক্ষণের জন্য মুলতবি রাখতে। এই হট্টগোলের মধ্যে আদৌ কোনও আলোচনা সম্ভব নয় বুঝেই ধ্বনি ভোটে দুটি বিল পাশ করিয়ে নেয় সরকার। তৃতীয় বিলের ভবিষ্যত এখনও জানা যায়নি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version