এবার ভাড়া বৃদ্ধির দাবিতে সরব গাড়ি মালিকদের সংগঠন

ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল গাড়ি মালিকদের সংগঠন কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, প্রতিদিনের হিসেবে ১২০০ টাকা দিতে হবে। নিজেদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ বছর গাড়ি ভাড়া বৃদ্ধি হয়নি। প্রতিদিনের হিসেবে ৪৭৫ টাকা ভাড়া দেওয়া হয়। যেদিন গাড়ি চলে সেদিনই হারা পান মালিকরা। সংগঠনের বক্তব্য, প্রতিমাসে খুব বেশি হলে ২২ দিন এবং কম হলে ১০ দিন গাড়ি চলে। সব মিলিয়ে ১০ হাজার ৪৫০ টাকার বেশি আয় হয় না। তার উপর গাড়ির চালককে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ টাকা দিতে হয়। এই অবস্থায় চরম আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন বলে জানান সংগঠনের সদস্যরা।

সংগঠনের যুগ্ম সম্পাদক তন্ময় কুণ্ডু বলেন, প্রতিদিন ১২০০ টাকার দাবি জানাচ্ছি আমরা। চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে। ট্যাক্স, পারমিট এবং ফিটনেস এক বছরের জন্য মকুব করতে হবে।

আরও পড়ুন- রেলস্টেশনের আদলে নতুন মাদ্রাসার কাজ শুরু ফুরফুরায়

Previous articleকরোনার সঙ্গে লড়াই করে শহরে ফের এক চিকিৎসকের মৃত্যু
Next articleকরোনা পজিটিভ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা