আইপিএলের শুরুতে রায়াডুর ব্যাটিংয়ের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস ।মুম্বই ইন্ডিয়ান্সের ১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস । মাত্র ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে CSK । কিন্তু এই সময়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে টেনে তোলেন আম্বাতি রায়াডু ও ফাফ ডুপ্লেসি । দুজনের ১১৪ রানের পার্টনারশিপ ম্যাচের ভিত গড়ে দেয় । ৭১ রানে রায়াডু যখন আউট হলেন তখন জয়ের জন্য CSK র ৪২ রান দরকার ।খাদের কিনারা থেকে দলকে তুলে এনে নির্বাচক ও সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন রায়াডু, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
ডুপ্লেসি আর রায়াডুর দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয়ের ধরা বজায় রাখল চেন্নাই সুপার কিংস।
