প্রয়াত কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নার

মৃত্যু হল কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নারের। বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার রাতে টরন্টোতে নিজ বাসভবনে মারা যান তিনি। চার সন্তান ও স্ত্রীকে রেখে গিয়েছেন তিনি।
জন ছিলেন কানাডার ১৭তম প্রধানমন্ত্রী। মাত্র ৭৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন জন।

আরও খবর : রবি থেকে মঙ্গল বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকদের বেনজির আগাম বার্তা CESC-র

১৯২৯ সালে ইংল্যান্ডে জন্ম হয়েছিল তাঁর। ওটাওয়াতে বেড়ে উঠেছিলেন তিনি।পরে কানাডার নাগিরকত্ব পান।

১৯৬২ সালে কানাডিয়ান রাজনীতিতে অনুপ্রবেশ ঘটেছিল জন টার্নারের। একজন রাজনীতিক হওয়ার পাশাপাশি আইনজীবীও ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি।
হয়েছিলেন অর্থমন্ত্রীও। ৭৯ দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন জন। ১৯৮৪ সালে তাঁর দল লিবাব়্যাল পার্টি পরাজিত হয়। পদ হারান তিনি। ১৯৯০ সালের লিবাব়্যাল পার্টি থেকে পদত্যাগ করেন তিনি।

Previous articleম্যাচ জিতে ‘পালিয়ে যাওয়া’ রায়না-ভাজ্জিকে এক হাত নিলেন ধোনি
Next articleকালো দিন! হেরে যাবে জেনে বিজেপি গোপন ব্যালটে গেল না, বিস্ফোরক ডেরেক