Sunday, November 16, 2025

কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে ২৫শে রাজ্যে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

Date:

বিরোধীদের সম্মিলিত প্রতিবাদ উড়িয়ে কৃষি ও কৃষক স্বার্থ সংক্রান্ত ৩টি বিল রবিবার সংসদে পাশ করিয়েছে মোদি সরকার। এই বিলের প্রতিবাদে একাধিক রাজ্যের কৃষক সংগঠনগুলি কেন্দ্রবিরোধী আন্দোলনে নামতে চলেছে৷ এতে সামিল বাংলাও৷

আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার গোটা দেশের সঙ্গে বাংলাতেও বিভিন্ন কৃষক সংগঠন যৌথভাবে পথে নামার কথা ঘোষণা করেছে। ওইদিন পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশে কৃষক সংগঠনগুলি ধর্মঘট ডেকেছে। তবে বাংলায় এখনই ধর্মঘট হচ্ছে না৷ ২৫ সেপ্টেম্বর এ রাজ্যে ৪ ঘণ্টা জাতীয় ও রাজ্য সড়ক অবরোধের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ “সর্বভারতীয় কৃষক সংঘর্ষ সমিতি”। এই সমিতির রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পাল, অভীক সাহা প্রমুখ বামপন্থী নেতৃবৃন্দ একথা ঘোষণা করেছেন। বাম কৃষক সংগঠনগুলির এই উদ্যোগে প্রদেশ কংগ্রেস পূর্ণ সমর্থন জানিয়ে অংশ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

কৃষক সংঘর্ষ সমিতি বলেছে, ‘এই কৃষি বিল মোদি সরকারের কৃষক বিরোধী কালা কানুন। বিলের বিরুদ্ধে বাংলার কৃষক সমাজ ওইদিন পথে নামবে। সেই মতো প্রচার ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৫শে বেলা ১২টার পর ৪ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বলা হয়েছে, এই কর্মসূচিতে বামপন্থী বিভিন্ন দল ছাড়াও কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। সহমর্মিতা জানাতে তাদের বিভিন্ন গণসংগঠনের অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। মোদি সরকারের একের পর এক পদক্ষেপে কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে ।
রাজ্য সরকার যদি পুলিশ দিয়ে অবরোধ কর্মসূচি বানচাল করতে চায়, তাহলে তার পরিণাম খারাপ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ।

আরও পড়ুন-৮ সাংসদের সাসপেন্ডের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version