Wednesday, August 27, 2025

কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে ২৫শে রাজ্যে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

Date:

বিরোধীদের সম্মিলিত প্রতিবাদ উড়িয়ে কৃষি ও কৃষক স্বার্থ সংক্রান্ত ৩টি বিল রবিবার সংসদে পাশ করিয়েছে মোদি সরকার। এই বিলের প্রতিবাদে একাধিক রাজ্যের কৃষক সংগঠনগুলি কেন্দ্রবিরোধী আন্দোলনে নামতে চলেছে৷ এতে সামিল বাংলাও৷

আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার গোটা দেশের সঙ্গে বাংলাতেও বিভিন্ন কৃষক সংগঠন যৌথভাবে পথে নামার কথা ঘোষণা করেছে। ওইদিন পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশে কৃষক সংগঠনগুলি ধর্মঘট ডেকেছে। তবে বাংলায় এখনই ধর্মঘট হচ্ছে না৷ ২৫ সেপ্টেম্বর এ রাজ্যে ৪ ঘণ্টা জাতীয় ও রাজ্য সড়ক অবরোধের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ “সর্বভারতীয় কৃষক সংঘর্ষ সমিতি”। এই সমিতির রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পাল, অভীক সাহা প্রমুখ বামপন্থী নেতৃবৃন্দ একথা ঘোষণা করেছেন। বাম কৃষক সংগঠনগুলির এই উদ্যোগে প্রদেশ কংগ্রেস পূর্ণ সমর্থন জানিয়ে অংশ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

কৃষক সংঘর্ষ সমিতি বলেছে, ‘এই কৃষি বিল মোদি সরকারের কৃষক বিরোধী কালা কানুন। বিলের বিরুদ্ধে বাংলার কৃষক সমাজ ওইদিন পথে নামবে। সেই মতো প্রচার ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৫শে বেলা ১২টার পর ৪ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বলা হয়েছে, এই কর্মসূচিতে বামপন্থী বিভিন্ন দল ছাড়াও কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। সহমর্মিতা জানাতে তাদের বিভিন্ন গণসংগঠনের অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। মোদি সরকারের একের পর এক পদক্ষেপে কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে ।
রাজ্য সরকার যদি পুলিশ দিয়ে অবরোধ কর্মসূচি বানচাল করতে চায়, তাহলে তার পরিণাম খারাপ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ।

আরও পড়ুন-৮ সাংসদের সাসপেন্ডের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version