দু’উইকেট নিয়েও কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে অশ্বিন!

দিল্লির হয়ে মাঠে নেমে রবিচন্দ্রন অশ্বিন শুরুতেই জোরালো ধাক্কা দেন পাঞ্জাব শিবিরে। যদিও ঠিক তার পরেই দুর্ভাগ্যজনকভাবে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অশ্বিনকে।নিজের বোলিংয়েই রান বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। চোট লাগে বাঁ-কাঁধে। রীতিমতো যন্ত্রণায় কাতরাতে ছিলেন তিনি ।দ্রুত মাঠ ছাড়েন। ফিজিওর শুশ্রুষার মাঝে মাঠ ছাড়ার সময় নিজের জার্সিকে স্লিং হিসেবে ব্যবহার করেন তিনি।
এই ম্যাচে তো বটেই, অশ্বিনকে অনিশ্চিত দেখাচ্ছে বেশ কিছু দিনের জন্য। যদি নিতান্তই কাঁধের হাড় সরে যায়, তবে টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারেন তিনি।


মাঠ ছাড়ার আগে এবছর আইপিএলে নিজের প্রথম ওভারেই ২ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন অশ্বিন।

তিনি ফিরিয়ে দেন করুণ নায়ার ও নিকোলাস পুরানকে।

আরও পড়ুন- মমতা বললেন এভাবে থামানো যাবে না, অভিষেকের তোপ, গণতন্ত্রের হত্যাকারী