সেই অবিভাজ্য জুটি এবার আর্ত মানুষের পাশে

দশকের পর দশক পার হয়েছে৷ জুটি এখনও অবিভাজ্য৷ পৃথক করা অসম্ভব৷

মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু৷

সেই ময়দান-কাল থেকেই মানুষের পাশে, নানা ভূমিকায়৷ ফুটবল ছাড়ার পর ধারাভাষ্য আর কোচিং৷ রাজ্য সরকার এই জুটিকেই দায়িত্ব দেয় ‘রেফিউজি হ্যান্ডিক্রাফটস’-এর সামগ্রিক উন্নয়ণের৷ এখনও একসঙ্গে ওরা। মাঠের বাইরে আজও জুটি ভাঙেনি মানস ভট্টাচার্য ও বিদেশ বসুর। ময়দানের বাইরেও দুই মহামারি পরিস্থিতিতেও চলা থামেনি ওদের। দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, বারবার৷ রবিবার বীরভূমের বল্লভপুর এলাকায় ৬টি গ্রামের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন প্রাক্তন দুই ভারতশ্রেষ্ঠ ফুটবলার, মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। দুর্গোৎসব দুয়ারে, তাই বল্লভপুরের গোপালনগর,কামারপাড়া, বেলডাঙ্গার মানুষদের হাতে তুলে দিলেন শাড়ি, জামা- কাপড়, শীতবস্ত্র। করোনা প্রকোপে অনেক পরিবারেই এবার কার্যত পুজো নেই৷ তাদের কথা মাথায় রেখেই মানস- বিদেশদের এই মানবিক উদ্যোগ। পাশাপাশি, এলাকার শিশু- কিশোরদের খেলার জন্য তুলে দেওয়া হয় এক ডজন ফুটবল। মানস বলেছেন, “খেলার সময়ে তো বটেই, খেলা ছাড়ার পরেও সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছি৷ তাই এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোরই চেষ্টা করছি।” বিদেশ বসুর কথা, “লক-ডাউনে খেলাধুলাও বন্ধ ছিলো৷ এখন ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে৷ কিশোরদের হাতে তাই ফুটবল তুলে দিয়ে তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। প্রতিশ্রুতিমান কেউ থাকলে কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলার ব্যবস্থাও করে দেব।”
জুটি দীর্ঘজীবী হোক৷

আরও পড়ুন-দিল্লিতে দিলীপের বাড়িতে শুরু রাজ্য বিজেপির বৈঠক

Previous articleBig Breaking: স্নাতক স্তরের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের
Next articleজাগলিংয়ে বিশ্বরেকর্ডধারী মনোজ আজও দিন বদলের স্বপ্ন দেখেন