Tuesday, November 4, 2025

কড়া নিরাপত্তার হোয়াইট হাউসেও মৃত্যুদূত পাঠানোর সাহস করেছিল কেউ বা কারা। তবে নিরাপত্তা বলয়ে এসে থমকাল সেই দূত। সশরীরে হোয়াইট হাউজে ঢুকে প্রেসিডেন্টের ক্ষতি অসম্ভব। তাই প্রাচীন পন্থায় পাঠানো হয়েছিল বিষ-চিঠি। যা হতে পারত সাক্ষাত্ মৃত্যুদূত। তবে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা তা বুঝে ফেলায় বিপদ এড়ানো গেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছিল।সন্দেহভাজন এক মহিলাকেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।তার কাছ থেকে বন্দুক মিলেছে। মহিলাই ট্রাম্পকে বিষ মাখানো চিঠি পাঠিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান।ঘটনার তদন্ত করছে এফবিআই। জানার চেষ্টা চলছে কোথা থেকে এই বিষ আনা হয়েছিল।

নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাইসিন-বিষ মাখানো চিঠির খবর চাউর হতেই শোরগোল পড়েছে।জানা গিয়েছে, চিঠি পাঠানোর অছিলায় তাতে মাখানো হয়েছিস রাইসিন নামে মারাত্মক বিষাক্ত পদার্থ।যা শুঁকলে, পেটে গেলে মৃত্যু অনিবার্য।ক্যাস্টরের বীজ থেকে তৈরি রাইসিনের সংস্পর্শে আসার ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হবে কারও। এই বিষের কোনও প্রতিষেধক নেই।

আরও খবর :ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, প্রকাশ্যে তেহরান-হোয়াইট হাউস তরজা

তবে হোয়াইট হাউসে পৌঁছনোর আগেই কড়া পরীক্ষা-নিরীক্ষায় তা আটকে যায়।বাজেয়াপ্ত করা এই চিঠির উত্স খুঁজতে এখন দিনরাত এক করছেন মার্কিন গোয়েন্দারা। সীমান্ত  থেকে মহিলাকে গ্রেফতারের পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখছে এফবিআই।

সূত্রের খবর,  আগেও হোয়াইট হাউসে রাইসিন মেশানো চিঠি পাঠানোর চেষ্টা হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালীন বারাক ওবামা ও অন্যান্য কয়েকজন কর্মকর্তাকে রাইসিনের গুঁড়ো মেশানো চিঠি পাঠানো হয়েছিল। তদন্তে ২০১৪ সালে মিসিসিপির এক ব্যক্তি দোষী প্রমাণিত হয়। তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০১৮ সালে ফের মার্কিন প্রতিরক্ষা সদর দফতর ও হোয়াইট হাউসে একই ধরনের রইসিন বিষ মেশানো চিঠি পাঠানোর জন্য এক প্রাক্তন নৌ সেনাকর্মী অভিযুক্ত হয়েছিলেন। দিনভর বহু চিঠি কাগজপত্র আসে হোয়াইট হাউসে। স্ক্যানের পাশাপাশি কড়া নিরাপত্তা বলয়ে সেগুলো খুঁটিয়ে পরীক্ষা হয়।এই ঘটনার পর হোয়াইট হাউজের নিরাপত্তা আরও আটোসাঁটো করা হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version