Monday, August 25, 2025

অতিমারি আবহে নতুন চমক: বাড়ি বসেই 3D আঙ্গিকে পুজো পরিক্রমা

Date:

দুরন্ত ভাইরাস কালে কেমন হবে শারোদৎসব? প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা হবে কি? প্রথম থেকেই এবারের দুর্গাপুজো ব্যতিক্রমী। মহালয়ার একমাস ছ দিন পরে পুজো শুরু। প্রকৃতি কাশফুল ফুটিয়ে জানান দিলেও, আগমনীর সুর সেভাবে বাজেনি বাংলার আকাশে-বাতাসে। তার কারণ, মরণ ভাইরাসের ভয়। অনেকেই এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঘুরে ঘুরে ভিড়ে ঠাকুর দেখা নয়। তাহলে কি ঠাকুর দেখা বন্ধ? তা কেন। লকডাউন এবং আনলক পর্ব শিখিয়ে দিয়েছে কীভাবে ভার্চুয়াল দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে তার মধ্যেই সাধ পূরণ করতে হয়। এবার সেই উদ্যোগ নিল ‘Envy digital’ নামে একটি সংস্থা। ঘরে বসেই দেখা যাবে দুর্গাপুজো। একটা-দুটো নয়, পঞ্চাশটি পুজো দেখা যাবে এখানে।

কলকাতার বিখ্যাত 30 টি বারোয়ারি পুজোর পাশাপাশি থাকছে দশটি বনেদি বাড়ির পুজো এবং দশটি প্রবাসী পুজো। কে নেই তালিকায়। উত্তরের কাশি বোস লেন থেকে শুরু করে দক্ষিণের বিবেকানন্দ পার্ক, বেহালা নতুন দল, হরিদেবপুর পুজো।

শুধু তাই নয়, বনেদি বাড়ির আনাচে-কানাচে পুজোর আবহে ঘুরে বেড়ানো যাবে এই ভার্চুয়াল পুজো পরিক্রমায়। প্রবাসী বাঙালিরা সযত্নে পুজো করেন নিজেদের চৌহদ্দিতে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালীদের সঙ্গে পুজোর কাজে হাত লাগান প্রবাসী ভারতীয়রাও। সেরকম দশটি পুজো দেখা যাবে এই পুজো পরিক্রমাতে।

আরও পড়ুন- পুজোয় বিদ্যুতের চাহিদা মেটাবে রাজ্য, প্রতিশ্রুতি বিদ্যুৎমন্ত্রীর

এতটা পড়ে যাঁরা ভাবছেন- আরে পুজো পরিক্রমা প্রতিবার টেলিভিশনেই দেখা যায়। তাহলে আবার গ্যাঁটের কড়ি খরচ করে পুজো দেখার কী আছে? তাঁদের জানাই এ পুজো দেখা যাবে থ্রিডি আঙ্গিকে। প্রতিমা থেকে মণ্ডপ শয্যা সবই দেখা যাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ প্যান্ডেলের কোথায় কী কাজ? ঝাড়বাতির সব আলো জ্বলছে কি না, মা দুর্গার নাকের নথের ডিজাইনটা কীরকম, অসুরের সিক্স প্যাক বা গণেশের ভুঁড়ি সবকিছুই দেখা যাবে একেবারে কাছ থেকে। এবং সেটা দেখা যাবে নিজের ইচ্ছেমতো সময়ে, ইচ্ছে মতো সময় ধরে। এই সুযোগ কিন্তু টিভির পর্দায় থাকে না। যখন ইচ্ছে এই পুজো পরিক্রমা দেখা যাবে। এজন্য তৃতীয়া, চতুর্থীতে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে সেখানকার সাজসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা সবকিছুর ভিডিও তুলে আনা হবে। এর আয়োজন করেছেন ‘Envy digital’।

মাত্র 499 টাকা খরচ করলেই খুলে যাবে জাদু দরজা। তারপর সেখানে প্রবেশ করে উত্তর থেকে দক্ষিণ, বনেদি বাড়ির উঠোন পেরিয়ে অস্ট্রেলিয়ায় বাঙালীদের পুজো- সব এসে যাবে হাতের মুঠোয়।

মহালয়া দিন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন।
augmentedpujo.com – এই ওয়েবসাইটে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য এবং টাকা দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানা যাবে। তারপর ঘরে বসে, ভাইরাসকে দূরে ঠেলে রেখে, থ্রিডি আঙ্গিকে দেখা যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো।

আরও পড়ুন- তাঁর অভিনয় দেখে মুগ্ধ বিশ্ব, ‘নোবেল’ পাচ্ছেন নরেন্দ্র মোদি

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version