বিলে ছিলই। সেইমতো এবার অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় কাটছাঁট করল কেন্দ্র। তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ, ডাল, দানাশস্য, তৈলবীজ ।

অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ ভোজ্য তেলও ।
এই বিলটি আগেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে।
মঙ্গলবার, রাজ্যসভায় বিলটি পাশ করে কেন্দ্রীয় সরকার।
উৎপাদন বেশি হওয়ায় মজুতদারি রুখতে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে এই পণ্যগুলি বাদ দেওয়া হয়েছে বলে দাবি মোদি সরকারের। কিন্তু তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ, সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় পুঁজিপতিরা মুনাফার লোভে বাজারে নিয়ন্ত্রণ করবে। এতে কৃষকরা সমস্যায় পড়বেন। শুধু তাই নয়, তাঁরা পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত হতে বাধ্য হবেন।

আরও পড়ুন-কেন এত বিরোধ? কী আছে কৃষি বিলে
