হাজার একরে দেশের বৃহত্তম ফিল্ম সিটি নয়ডায়, ঘোষণা যোগীর

দেশের বৃহত্তম ফিল্ম সিটি হতে চলেছে উত্তরপ্রদেশের নয়ডা বা গৌতম বুদ্ধ নগরে। এজন্য যমুনা এক্সপ্রেসওয়ে ইনডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটির মাধ্যমে নয়ডার ১০০০ একর জমি চিহ্নিত করেছে যোগী আদিত্যনাথ সরকার। মুম্বই ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করে এবার উত্তর ভারতে যমুনা এক্সপ্রেসওয়ের ধারে গড়ে উঠবে দেশের বৃহত্তম ফিল্ম সিটি। জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ফিল্ম সিটির বিষয়ে দেশের কয়েকজন নামী চলচ্চিত্র নির্মাতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন যোগী। ওই বৈঠকের পর তিনি বলেন, গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে এই ফিল্ম সিটি তৈরি হয়ে গেলে তা হবে মেলবন্ধনের এক প্রতীক। এই নিয়ে বেশ কয়েকটি টুইট করেন যোগী। তিনি বলেন, সেই পুরাণের যুগ থেকেই উত্তরপ্রদেশ হল ভারতীয় সংস্কৃতির পীঠস্থান। শ্রীরাম থেকে শ্রীকৃষ্ণ এখানেই জন্মেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনেও উত্তরপ্রদেশের বিশেষ অবদান রয়েছে। ২৪ কোটি মানুষের এই রাজ্যের সীমানার সঙ্গে যুক্ত বিহার, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড ও দিল্লি। তাই ফিল্ম সিটির জন্য আদর্শ জায়গা হবে উত্তরপ্রদেশই।

আরও পড়ুন-সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ করোনা বৈঠক মোদির

Previous articleভোটের লক্ষ্য স্থির করতে নাড্ডার সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বৈঠক
Next article৫৫ বছর পর টানা সাতদিন চাঁদের মাটিতে থাকবেন মহাকাশচারীরা, রয়েছেন এক মহিলাও