Friday, November 14, 2025

লন্ডনের আদলে তিলোত্তমার বুকে এবার অভিনব ট্রাম লাইব্রেরি

Date:

লন্ডনের আদলে এবারে তিলোত্তমার বুকে ঘুরবে অভিনব ট্রামের চাকা। কলকাতার বুকে এই প্রথম “ট্রাম লাইব্রেরি”। আধুনিকতা আর ঐতিহ্যের মোড়কে এই অভিনব ট্রাম লাইব্রেরির সূচনা হয়ে গেল ধর্মতলা ডিপোতে। কর্তৃপক্ষ জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমন উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। এই করোনা আবহের মধ্যে প্রতিটি কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ ট্রাম লাইব্রেরি বাস্তবে রূপ পেল।

আধুনিক এই ট্রাম চলবে আপাতত ধর্মতলা থেকে শ্যামবাজার এবং শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত। আপাতত একটি ট্রামের সূচনা হলো। এরপর সেই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আধুনিক সাজের সম্পূর্ণ বাতানুকূল এই ট্রাম। যার মধ্যে রয়েছে ৩২টি আসন। এই করোনা আবহের মধ্যে সম্পূর্ণ সামাজিক দূরত্ববিধি ও স্বাস্থ্যবিধি মেনে ট্রাম চালানো হবে। এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিটা আসনেই যাত্রীদের বসার ব্যবস্থা করা হবে।

যাত্রীরা তাঁদের গন্তব্য পথে বিভিন্ন ধরনের বই পাবেন ট্রামের মধ্যে তৈরি করা লাইব্রেরিতে। বাচ্চাদের গল্পের বই থেকে শুরু করে বড়দের নোবেল, সেইসঙ্গে থাকবে বিভিন্ন ভাষার সংবাদপত্র। তবে ট্রাম লাইব্রেরিতে বিশেষ জোর দেওয়া হয়েছে চাকরি পরীক্ষার বইগুলির উপর। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার বই রাখা রয়েছে ট্রাম লাইব্রেরিতে।

আরও পড়ুন- উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় বিজেপি নেতা, বাড়ির সামনেই গুলি করে খুন

এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ইন্টারনেট পরিষেবার জন্য রাখা হয়েছে ফ্রি ওয়াই-ফাই ব্যবস্থা। ট্রাম তিলোত্তমা কলকাতার অন্যতম বৈশিষ্ট্য। যা আদি অনন্তকাল ধরে কলকাতা শহরের ঐতিহ্য বহন করে আসছে। এবার সেই গর্বের ট্রাম আরও অভিনব হল। আধুনিকতা আর ঐতিহ্যের মোড়কে তা এক অভিনব রূপ পেলো।

  1. আরও পড়ুন- ফিট থাকতে দিনে অন্তত আধঘণ্টা সময় দিন, ফিট ইন্ডিয়ার বর্ষপূর্তিতে বার্তা মোদির

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version