দেবানন্দ হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ পুলিশের

দেবানন্দ মণ্ডল হত্যাকাণ্ডে অভিযুক্তদের আরও ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত। ঘটনায় মূল অভিযুক্ত গৌতম দে, দেবানন্দের স্ত্রী বৃহস্পতি, ছেলে সৌমেনের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। বুধবার গৌতমের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর দত্তপুকুর থানার বেরো নারায়ণপুরে দেবানন্দ মণ্ডলকে গলা কেটে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, মদের আসরে বোতল বা ধারালো অস্ত্র দিয়েই খুন করা হয় দেবানন্দকে। এই খুনের তদন্ত শুরু করে বারাসত জেলা পুলিশ। জানা যায়, নিহতের স্ত্রী বৃহস্পতি মণ্ডল এবং দেবানন্দের প্রাক্তন সহকর্মী গৌতম দে- র মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পথের কাঁটা দেবানন্দকে সরাতে খুনের ষড়যন্ত্র করে দুজনে। মা এবং তাঁর প্রেমিককে সাহায্য করতে এগিয়ে আসে কলেজ পড়ুয়া সৌমেন মণ্ডল। বারাসত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌমেন, বৃহস্পতি এবং তাঁর প্রেমিক গৌতম দে’কে গ্রেফতার করে।

অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বুধবার সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিনই ফের অভিযুক্তদের আদালতে তোলা হয়। তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত।

Previous articleরাফাল চুক্তির শর্ত ভাঙছে ফরাসি সংস্থা দাসো, অভিযোগ সিএজি-র
Next articleপ্রথম এশীয় মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিলেন কলকাতার আরতি