কৃষি বিলের বিরুদ্ধে প্রস্তাব নিতে একদিনের বিধানসভা ডাকার আর্জি কং-বামের

বিধানসভা ভবন

কৃষি বিলের বিরোধিতায় পশ্চিমবঙ্গের বিজেপি-বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে যাতে বিধানসভায় কেন্দ্র- বিরোধী প্রস্তাব নেয় সেজন্য সক্রিয় হয়েছে বাম ও কংগ্রেস শিবির। এই উদ্যোগ নিয়েছেন

আরও পড়ুন- মীরদার কথায় আপনার মজা লাগে, হাসি পায়- হাসির তো ধর্ম নেই, তাই না?
কংগ্রেসের আব্দুল মান্নান ও সিপিএমের সুজন চক্রবর্তী৷ কেন্দ্রবিরোধী প্রস্তাব গ্রহণের জন্য
মুখ্যমন্ত্রীর কাছে জরুরি ভিত্তিতে ১ দিনের জন্য বিধানসভার অধিবেশন ডাকার আর্জিও জানিয়েছেন দুই নেতা৷ আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠি দিয়েছেন। রাজনৈতিক মহলের ধারনা, বিজেপি-ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতেই এই কৌশল।

Previous articleকৃষি বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষোভ, বাংলায় ১ ঘন্টার পথ অবরোধ
Next articleআজ বিহার ভোটের দিন জানাবে নির্বাচন কমিশন