কৃষি বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষোভ, বাংলায় ১ ঘন্টার পথ অবরোধ

বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে আজ, শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ, পথ অবরোধ, রেল রোকো কর্মসূচি৷ বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করেছে বিভিন্ন কৃষক সংগঠন। পাঞ্জাবে চলছে ৩ দিনের রেল রোকো। এর ফলে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেন বাতিলও হয়েছে।

আরও পড়ুন – এবার কোভিডে আক্রান্ত পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওদিকে একই ইস্যুতে আজ এ রাজ্যে ১ ঘণ্টা ‘সড়ক অবরোধ’-এর ডাক দিয়েছে বামেরা৷ আজ দেশজুড়েই পথে নামছে বামপন্থী কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ। কৃষক সংঘর্ষ সমিতির ব্যানারে ওই কর্মসূচি পালিত হচ্ছে বাংলাতেও।ওই সমিতির রাজ্য শাখা জানিয়েছে, আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজ্যের জাতীয় ও রাজ্য সড়কগুলির প্রায় ২০০টি স্থানে অবরোধ করা হবে।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleকৃষি বিলের বিরুদ্ধে প্রস্তাব নিতে একদিনের বিধানসভা ডাকার আর্জি কং-বামের