ফের কম্পন অনুভূত লাদাখে, ঘনঘন ভূমিকম্প চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

মাত্র ১২ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, শনিবার ভোররাত ২টো বেজে ১৪ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পনের উত্‍‌সস্থল লাদাখ। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে শুক্রবার বিকেলেই মৃদু কম্পন অনুভূত হয়েছিল ওই এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। NCS-এর রিপোর্ট অনুযায়ী, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল তার উৎসস্থল।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয় বার কেঁপে উঠল উত্তর ভারতের এই অঞ্চল ৷ বৃহস্পতিবার সকালেও মৃদু কম্পন অনুভূত হয় লাদাখ-সহ জম্মু-কাশ্মীর অঞ্চলে। উপত্যকার গুলমার্গ থেকে ২৮১ কিলোমিটার উত্তরে ছিল কম্পনের উত্‍‌সস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। তার আগে বুধবারই ৩.৬ তীব্রতার মৃদুকম্পন অনুভূত হয় শ্রীনগরে। এরকম ঘনঘন ভূমিকম্পে যথেষ্ট উদ্বেগে বিশেষজ্ঞরা।

এদিনের ভূমিকম্পে লাদাখ অঞ্চলে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে, লেহ এলাকায় কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আরও পড়ুন-ফের কাঁপল উত্তর ভারত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪

Previous article‘BCD’ ফর্মুলায় জিজ্ঞাসাবাদ শুরু দীপিকাকে
Next articleইমেলে প্রতারণার ফাঁদ, গ্রাহকদের সতর্ক করল এসবিআই