Friday, January 9, 2026

বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে NDA ত্যাগ শিরোমণি অকালি দলের

Date:

Share post:

প্রধানমন্ত্রী তথা বিজেপির কাছে বড় ধাক্কা৷

বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে মোদি মন্ত্রিসভা ছাড়ার এক সপ্তাহ পর বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ছাড়লো
শিরোমণি অকালি দল ৷ অকালি দল বিজেপির সব থেকে পুরনো শরিক এবং এই দুই দল বেশ কয়েকবার পাঞ্জাব এবং কেন্দ্রে ক্ষমতা ভাগাভাগি করেছে।

শনিবার অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের সভাপতিত্বে দলের উচ্চ পর্যায়ের বৈঠকেই NDA ত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

অকালি দল বলেছে, ” মিনিমাম সাপোর্ট প্রাইস বা MSP-তে কৃষকদের ফসলের নিশ্চিত বিপণনে কেন্দ্র নিশ্চয়তা দিতে অস্বীকার করায় শিরোমণি অকালি দল বিজেপি নেতৃত্বাধীন NDA জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে অকালি দল পাঞ্জাবি এবং শিখ ইস্যুতে ধারাবাহিক অসংবেদনশীলতা প্রদর্শনের জন্য নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায়ও তুলেছে৷

আরও পড়ুন- দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে নাম ছ’জন বাঙালির, ‘‌ফেলুদা’‌ আবিষ্কারক পেলেন অ্যাওয়ার্ড

অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল

লোকসভায় কৃষি বিল পাশ হওয়ার দিন মোদি সরকার থেকে পদত্যাগ করেছিলেন অকালি দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল।
টুইটারে পদত্যাগের ঘোষণা করে তিনি লিখেছিলেন, “কৃষক বিরোধী অধ্যাদেশ এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। তাদের মেয়ে ও বোন হিসেবে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত।”

কৃষি বিল নিয়ে লোকসভা বিতর্কে অংশ নিয়ে তাঁর স্বামী ও অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেছিলেন, কৃষি পরিকাঠামো গড়ে তুলতে পাঞ্জাব সরকারের ৫০ বছরের কঠোর পরিশ্রমকে ধ্বংস করে দেবে এই কৃষি বিল। বিলের বিরোধিতা করে তিনি বলেন, “পাঞ্জাবে ৫০ বছরের বেশি সময় ধরে চালু থাকা খাদ্যশস্য ক্রয় ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি ২০ লক্ষ কৃষক, ৩ লক্ষ ‘মান্ডি’ শ্রমিক, ৩০ লাখ খেত মজদুরের ভবিষ্যৎ ধ্বংস করবে এই বিল।”

আরও পড়ুন- ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, সিনেমা হল চালুর সবুজ সঙ্কেত মুখ্যমন্ত্রীর

মোদি সরকার কৃষি বিল নিয়ে অনড় থাকায় শেষপর্যন্ত NDA-জোটই ত্যাগ করলো শিরোমণি অকালি দল ৷

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...