১০০ দিনের কাজে দেশের সেরা বাংলা, জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী

১০০ দিনের কাজে গোটা দেশে সব থেকে বেশি রোজগার তৈরি করেছে পশ্চিমবঙ্গ৷ একই সঙ্গে এ রাজ্যেই ১০০ দিনের কাজে সৃষ্টি হয়েছে সব থেকে বেশি শ্রমদিবস৷

এই দাবি শাসক তৃণমূলের নয়, তথ্য দিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মানস ভুঁইয়ার প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী৷

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যে ১০০ দিনের কাজের খাতে মজুরি দেওয়া হয়েছে ৭৫০১ কোটি টাকা, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি৷ এছাড়া, ২০১৭-১৮ সালে ৩১.২৫ কোটি এবং ২০১৮-১৯ সালে ৩৩.৮২ কোটি, পরপর দু’ বছরে রাজ্যে সব থেকে বেশি শ্রমদিবস তৈরি হয়েছে বলেও জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী৷

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর এই তথ্যের প্রতিক্রিয়ায় সাংসদ মানস ভুঁইয়া বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনার পরেও গত ৬’ বছরে রাজ্যে কৃষক আত্মহত্যা করেননি, মোদি সরকারের দেওয়া এই পরিসংখ্যান দেখে যাঁরা চমকে উঠেছিলেন, তাঁদের কফিনে শেষ পেরেক হলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর তুলে ধরা এই তথ্য”৷
সাংসদ বলেছেন, “আমার মনে হয়, রাজনৈতিক বিভেদ ভুলে অবিলম্বে বিজেপিশাসিত রাজ্যগুলির উচিত হবে বাংলার থেকে সামগ্রিক উন্নয়নের শিক্ষা নেওয়া৷ তাতে আখেরে গোটা দেশ লাভবান হবে”৷

আরও পড়ুন- নজিরবিহীন ! প্রতিমা তৈরির মাটি এলো রাজনৈতিক দলের দরজা থেকে

Previous article‘কঠিন নজরদারি’: পৌষমেলার মাঠে ৫২ টি ক্যামেরা!
Next articleNCB তদন্ত চওড়া হচ্ছে, ড্রাগ-কাণ্ডে এবারের নিশানা হৃত্বিক-শাহিদ