সিঙ্গুরে গিয়ে কৃষি বিলের পক্ষে সওয়াল লকেটের

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো যে সিঙ্গুরের চাষিদের জন্য কিছুই করেননি, এমন অভিযোগ করলেন তিনি ।

আরও পড়ুন– সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা!

এ দিন আক্রমণাত্মক লকেটের অভিযোগ, ‘‘সিঙ্গুরকে সিঁড়ি করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এখানকার মানুষ সরকারি প্রকল্পগুলির ন্যূনতম কোনও সুযোগ পান না। সিঙ্গুরের মানুষ বিজেপি-র পাশে থাকলে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাবেন এলাকার সব মানুষ।’
তিনি দাবি করেন, ২০২১ এ সিঙ্গুর থেকেই পতন হবে এবং কৃষকই এরাজ্যে বদল ঘটাবে। কৃষি বিলের পক্ষে তিনি সওয়াল করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বিল এনেছে তার ফলে কৃষকদের ভালো হবে এবং ফড়েরাজ বন্ধ হবেl
কৃষি বিলের সমর্থনে হুগলির সিঙ্গুরের সানাপাড়া থেকে তাঁর নেতৃত্বে একটি মিছিল হয় । সাংসদ বলেন, কৃষকদের জন্য বর্তমান সরকার কিছুই করেনি। যে অবস্থায় জমি রয়েছে তাতে আর কোনওভাবেই চাষ হওয়া সম্ভব নয়।
তিনি কৃষি বিল নিয়ে সিঙ্গুর,ধনিয়াখালি, গুড়াপের চাষিদের সঙ্গে দেখা করে কথা বলেন।

Previous articleল্যাপটপে খবর পড়ছেন ‘ঠাম্মা’, ছবি শেয়ার করলেন নাতি
Next articleকরণের নাম জড়ালে মাদক মামলায় মিলবে ছাড়! চাঞ্চল্যকর অভিযোগ ক্ষিতিজের