তিস্তাসহ ৬টি নদীর জল বণ্টন সমস্যার মীমাংসা চায় বাংলাদেশ

teesta

খায়রুল আলম (ঢাকা) : তিস্তাসহ আরও ছয়টি নদীর জল বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। এসব নদীর জল বণ্টনের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে ভারত। মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তাসহ ছয়টি নদীর জল বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। এসব নদীর জল বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। ভারত এসব নদীর জল বণ্টনের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ জেসিসি বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে এ বৈঠক চলে। এবারের বৈঠকটি হয় ভার্চুয়ালি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের ষষ্ঠ জেসিসি বৈঠকে দু’দেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর জল বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রসাবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে আলোচনা হয়।

দুই দেশের মধ্যে কখনোই ভার্চুয়ালি জেসিসি বৈঠক হয়নি। তবে করোনাভাইরাসের কারণে এই প্রথম জেসিসি বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো। জেসিসির পঞ্চম বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল। মোমেন দায়িত্ব নেওয়ার পর সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর।

আরও পড়ুন-শ্রীলঙ্কা সফর বাতিল হলেও মার্চে নিউজিল্যান্ড সফর নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের

Previous articleবাবরি মসজিদ ধ্বংস মামলার রায় কাল
Next articleকোভিডে আক্রান্ত উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু