এবার করোনা আক্রান্ত অভিনেতা সোহম

actor soham affected by coronavirus

গোটা দেশের মতই এ রাজ্যেও করোনার ধারা অব্যাহত। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে। এবার ফের করোনা থাবা টলিউডে। আক্রান্ত হলেন আরও এক জনপ্রিয় অভিনেতা। কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, নিসপাল সিং রানে, রাজ চক্রবর্তীর পর এবার আক্রান্ত সোহম চক্রবর্তী ।

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহমের পাশাপশি তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদেরও কোভিড টেস্ট হয়েছে। তবে তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। শুধু বড় পর্দা নয়, তার পাশাপাশি ছোট পর্দারও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন-চাকরির কথা বলে তিন তরুণীকে ফ্ল্যাটে আটকে দেহ ব্যবসা