এবার করোনা আক্রান্ত সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা

গোটা দেশের মতো এখনও পশ্চিমবঙ্গে করোনার ধারা অব্যাহত। সেই পথেই ফের করোনার থাবা রাজ্য মন্ত্রিসভায়। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি তিনি অসুস্থতা বোধ করেন। করোনার উপসর্গ ছিল তাঁর শরীরে। নমুনা পরীক্ষা করতেই মন্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

প্রসঙ্গত, গত কয়েকমাসে রাজ্যের রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা করোনায় সংক্রমিত হয়েছেন। এবার সেই তালিকায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।

আরও পড়ুন : “দলিতরা আমাদের সম্পদ, তাঁদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়”-হাথরস নিয়ে মন্তব্য ডেরেকের