Tuesday, May 13, 2025

মাদক কাণ্ডে নাম জড়াচ্ছে একের পর এক সেলেবের।দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের মতো অভিনেত্রীদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবার কি সামনে আসতে চলেছে আরও বড় কোনও নাম? এনসিবি সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যে নামগুলি জড়াতে পারে তাঁদের মধ্যে একজনের নাম শুরু ইংরেজি অক্ষর ‘এস’ দিয়ে। বয়স ৫৪ বছর। ৯০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অপরজনের নাম শুরু ‘আর’ দিয়ে। তাঁর বয়স ৩৮ বছর। ঝুলিতে বেশ কয়েকটি হিট ছবি রয়েছে। তৃতীয় জনের নাম ‘এ’ দিয়ে শুরু। যিনি বলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা।

সূত্রের খবর, এ’ দিয়ে যার নাম শুরু, তিনি নিজে ড্রাগ নিতেন না। তবে মাদক পাচারকারীদের দিয়ে এস এবং আর-এর কাছে ড্রাগ পাঠাতেন। কে এই ‘এস’, ‘আর’ এবং ‘এ’? সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি এই ‘এস’ হলেন শাহরুখ খান। ‘আর’ হলেন রণবীর কপূর। ‘এ’ হলেন অর্জুন রামপাল। নামের আদ্যাক্ষর ‘ডি’, বলিউডের এমন আরও এক অভিনেতা গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন। এই ‘ডি’-কে ডিনো মোরিয়া বলে দাবি করেছে ওই সংবাদমাধ্যম। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি এনসিবি।

আগেও দেখা গিয়েছে, নামের আদ্যাক্ষর ধরে তদন্ত করেছে এনসিবি। এর আগে রিয়া চক্রবর্তীর ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে, ‘ডি’ এবং ‘কে’ নামে দু’জনের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট মেলে। তার তদন্ত করতে গিয়েই উঠে আসে দীপিকা পাড়ুকোন এবং তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের নাম। তাঁদের জিজ্ঞাসাবাদও করেছে এনসিবি। এবার ‘এস’, ‘আর’ এবং ‘এ’-র সূত্র ধরে তদন্ত করে কাদের নাম উঠে আসবে, তা নিয়েই তুঙ্গে জল্পনা।

Related articles

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে...

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ...
Exit mobile version