Sunday, November 9, 2025

রামায়ণের উদাহরণ টেনে হাথরাসের ঘটনায় বিজেপিকে কটাক্ষ মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার নিন্দায় বুধবার সকালে টুইটে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে অনুষ্ঠানে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। রাজ্যে ‘‌পথশ্রী অভিযান’‌ প্রকল্পের উদ্বোধন করার পরে জলপাইগুড়ির ফুলবাড়ির অনুষ্ঠানমঞ্চ থেকে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ও পুলিশের নিন্দা করেন মমতা।
তিনি বলেন, ‘‌সীতা মাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। আর আজ দেখুন উত্তরপ্রদেশে শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর আগুনে নির্যাতিতার দেহ পুড়িয়েও দেওয়া হচ্ছে”।
মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও অপরাধ হয় পুলিশের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া। এ রাজ্যে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধী ধরা পড়েছে। কিন্তু উত্তরপ্রদেশে কোনও তদন্তও হচ্ছে না। ধর্ষণের পরে পুলিশই নির্যাতিতাকে পুড়িয়ে দিয়েছে। “কী ধরনের অপশাসন চলছে সেখানে! ওখানকার এক নেতা তো বলেছে যে মা–মেয়ে দু’‌জনকেই পুড়িয়ে দাও”।
বিজেপি–র নাম না করে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, নির্বাচনের সময় লোক দেখিয়ে দলিতের বাড়িতে খাবার খায়। কিন্তু সেই খাবার বাইরে থেকে কিনিয়ে নিয়ে আসে। আর তার পর দলিতদের ওপর ওরা অত্যাচার করে। মারধর করে। কখনও সংখ্যালঘুর ওপর, আবার কখনও আদিবাসীদের ওপর অত্যাচার হয় বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে উন্নয়ন প্রসঙ্গেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গে এসে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছু কি বাস্তবায়িত হয়েছে?‌ “সব মিথ্যা প্রতিশ্রুতি। ওরা বলে কিছু আর করে অন্য কিছু। কিন্তু আমরা যা বলি তাই করি। যার কথার দাম নেই তাকে আমি মানুষ বলে মনে করি না” মন্তব্য মমতার।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...