Friday, January 30, 2026

ডিসেম্বরে পুরভোট ? প্রবল জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

আগামী ডিসেম্বরেই কি কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন ? প্রবল জল্পনা রাজনৈতিক মহলে৷

তৃণমূলের কাউন্সিলর মহলেও জোর জল্পনা, ডিসেম্বরের শুরুতেই হতে পারে পুরভোট৷ তাদের এই জল্পনা মূলত কলকাতা পুরসভাকে ঘিরে৷ ঘাসফুলের একাধিক কাউন্সিলর বলেছেন, দলের একাধিক শীর্ষনেতা তাঁদের আলাদা ডেকে পুরভোটের জন্য তৈরি থাকতে বলেছেন৷

কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত ৭ মে৷ তারপরই রাজ্যের পূর দফতর পুরসভার কাজ পরিচালনার জন্য গঠন করেছে প্রশাসক বোর্ড৷ ওই বোর্ডই এখন পুরসভার দায়িত্বে৷ এদিকে, রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, পুরভোট সেরে ফেলতে কমিশন তৈরি৷ কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে৷ এই মামলা করেছেন উত্তর কলকাতার বাসিন্দা জনৈক শরদকুমার সিং। তাঁর আর্জি, দ্রুত পুরভোট করানো হোক। সেই মামলায় কমিশনের বক্তব্য তলব করা হয়েছে৷ সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন এ কথাই জানাতে চলেছে শীর্ষ আদালতে৷
আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। গত মার্চে করোনা পরিস্থিতির মাঝে ভোট করানো কতখানি সম্ভব তা আলোচনা করতে সর্বদল বৈঠক করে কমিশন। বৈঠকে সব দলই বলেছে, মহামারির প্রকোপ না কমলে পুরভোট করা যাবে না। নিয়মানুসারে,রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে পুরভোটের তারিখ ঘোষণা করতে পারে না নির্বাচন কমিশন।
তবে জল্পনার জল যতই গড়াক, তৃণমূল শীর্ষস্তর আগে বিধানসভা ভোট সেরে ফেলার পক্ষে৷ বিধানসভা ভোটের আগে পুরভোটের পরিকাঠামো গঠন করা সম্ভব নয়৷ এমনিতেই মহামারি পরিস্থিতিতে ভোট করানোর নতুন বিধি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেই বিধি মানতে রাজ্য প্রশাসনকে নতুন করে অনেক কিছুই করতে হবে৷ তাছাড়া, পুরভোট বকেয়া আছে রাজ্যের শতাধিক পুরসভার৷ বিধানসভা ভোটের আগে এই বিশাল কর্মযজ্ঞে ঝাঁপানো কিছুটা সমস্যাজনক৷
এ ছাড়াও রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ৷ আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে মূলত লড়তে হবে বিজেপি’র সঙ্গে৷ রাজ্যের একাধিক জেলায়, বিশেষত উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছে তৃণমূল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল ভোটকুশলী নিয়োগ করেছে৷ তাঁর পরামর্শেই রাজ্যজুড়ে বিধানসভা ভোটমুখী করে গড়ে তোলা হচ্ছে দলীয় সংগঠন৷ এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে পুরভোট করতে গিয়ে সামগ্রিক পরিস্থিতি অস্থির করতে রাজি নন দলের শীর্ষস্তর৷ সুতরাং দলের কাছে অগ্রাধিকার একুশের বিধানসভা ভোট৷ তাই জল্পনা যতই পল্লবিত হোক, কলকাতা-সহ জেলাগুলিতে পুরভোট না হওয়ার সম্ভাবনাই প্রবল৷

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...