রাজ্যপাল জগদীপ ধনকড়কে ‘নৈ-রাজ্যপাল’ বলে মন্ত্রী ব্রাত্য বসুর বিদ্রুপের তীব্র নিন্দা করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার পুরুলিয়ার হুড়ায় কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের সমর্থনে কৃষকদের এক মিছিলে অংশ নিয়েছিলেন লকেট। সেখানেই তিনি বলেছেন, “তৃণমূল বুঝে গিয়েছে তাদের বিদায়-ঘণ্টা বেজে গিয়েছে৷ সে কারনেই চরম হতাশায় ওই দলের নেতা-মন্ত্রীদের মুখে এমন মন্তব্য। এই আচরণ অসাংবিধানিক। মানুষ রাজ্যপালের পাশে আছেন৷” সাংসদ বলেছেন, “বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসেই তৃণমূল সরকারের আলু দুর্নীতির তদন্ত করবে। কৃষকদের টাকা নিজেদের পকেটে পুরেছে তৃণমূল নেতারা।”

আরও পড়ুন-‘ভাগ মুকুল ভাগ’ স্লোগানের জন্মদাতা বললেন, ডেরেক বড় অভিনেতা!