প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে আর মিলবে না বিনামূল্যে LPG সংযোগের সুবিধা

২০১৬ সালে নরেন্দ্র মোদির সরকার দেশজুড়ে চালু করেছিলো ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প’৷ এই প্রকল্পের মাধ্যমে দেশের সব বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দিতো কেন্দ্রীয় সরকার৷ এই প্রকল্পের আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার যে সুবিধা দেওয়া হতো, সেই সুবিধা পয়লা অক্টোবর থেকে প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র৷ এখন থেকে আর বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়া যাবে না।

আরও পড়ুন-করোনা রুখতে জারি ১৪৪ ধারা

Previous articleব্রাত্য বসুর ‘নৈ-রাজ্যপাল’ বিদ্রুপের কড়া নিন্দায় সাংসদ লকেট
Next articleস্বাস্থ্যবিমা, ক্রেডিট কার্ড, বিদেশ ভ্রমণে চালু হলো নতুন নিয়ম