করোনা রুখতে জারি ১৪৪ ধারা

করোনার সংক্রমণ বেড়েই চলেছে কেরলে । তাই বাধ্য হয়ে জারি করা হল ১৪৪ ধারা। কেরলে মোট সংক্রমণের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২,৪১৮।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর জবাবদিহি চেয়ে ইন্ডিয়া গেটে জমায়েতের ডাক দিলেন চন্দ্রশেখর আজাদ
প্রাথমিক ভাবে করোনা মোকাবিলা নিয়ন্ত্রণে থাকলেও ক্রমশই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে কেরলে।

আরও পড়ুন- ‘ভাগ মুকুল ভাগ’ স্লোগানের জন্মদাতা বললেন, ডেরেক বড় অভিনেতা!
সে রাজ্যের মুখ্যসচিব বিশ্বাস মেহতা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। কোনও স্থানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না এই সময়। প্রত্যেক জেলাশাসকে এই সিদ্ধান্ত কড়া ভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বিজয়ন সরকার।

Previous articleবিধিনিষেধ মেনে আজ থেকে খুলল রাজ্যের ১২টি চিড়িয়াখানা, টিকিট মিলবে অনলাইনে
Next articleস্যানিটাইজার ঢেলে পোড়ানো হয়! জেলাশাসকের মারে অজ্ঞান নির্যাতিতার কাকা!