Wednesday, November 5, 2025

“মোদির নয়া স্লোগান কণ্ঠস্বর চেপে রাখো”, হাথরাস নিয়ে তীব্র কটাক্ষ অধীরের

Date:

Share post:

সব বিষয় নিয়ে তিনি সরব। ‘ভোকাল ফর লোকাল’ নিয়ে বিভিন্ন সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু হাথরাসে দলিতকন্যার গণধর্ষণ ও খুনের ঘটনায় তিনি নীরব কেন? প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “সবকা সাথ, সবকা বিকাশ। আর হাথরাস নিয়ে নীরব”। তিনি স্পষ্ট বলেন, প্রধানমন্ত্রী ভন্ডামি প্রকাশ্যে চলে এসেছে। মোদির নতুন স্লোগান কণ্ঠস্বর চেপে রাখো।

রবিবার রাতে হাথরসের ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। টুইটে কংগ্রেস সাংসদ লেখেন, এত দিন দেশ-বিদেশের প্রতিটি ঘটনায় নিজের মতামত জানিয়েছেন মোদি। কিন্তু হাথরসের হৃদয়বিদারক ঘটনায় এখনও তিনি নীরব। “আপনার সবকা বিকাশ মন্ত্র কোথায় গেল? হাথরাসের ঘটনায় ভণ্ডামি বেরিয়ে পড়েছে”। এরপর দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অধীর চৌধুরী লেখেন, “এ বার নতুন স্লোগান লিখুন, মুখ বন্ধ রাখো ভারত, কণ্ঠস্বর চেপে রাখো”।

শনিবার রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরীও। সেখান থেকে ফিরেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “এত বড় পাপ ঘটে গেল, তারপরেও বিজেপির বিবেক জেগে উঠল না। এটা রামরাজ্য নাকি রাবণরাজ্য?”

হাথরাসের নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও বিরোধীদের লাগাতার প্রশ্নের মুখে এখনও পর্যন্ত নীরব প্রধানমন্ত্রী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী অটল টানেলের উদ্বোধনে গিয়েও দলিত তরুণীর উপর এই নির্মমতার বিষয়ে একটি শব্দ খরচ করেননি মোদি। এই বিষয় নিয়ে এবার তাঁর বিরুদ্ধে আক্রমণ শাণালেন অধীর।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ, বিহারের মত মাফিয়ারাজ এরাজ্যে, মুখ ফসকে এ কী বললেন দিলীপ?

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...