Saturday, August 23, 2025

খড়্গপুরে কাল মুখ্যমন্ত্রী !

মাইকম্যান থেকে জেলার সর্বোচ্চ আধিকারিক, ৪০০জনেরও বেশি করোনা পরীক্ষা!নেগেটিভ করোনা পাশ পেলেই সভায় প্রবেশ।

১০০জনের বেশি আরটি/পিসিআর এবং৩০০জনের অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।নেগেটিভ হলেই থাকতে পারবেন খড়্গপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে।করোনাকালে এমনই সূচীছিদ্র নিরাপত্তায় হতে চলেছে অতিমারিকালে দক্ষিণবঙ্গের প্রথম প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর এই অভূতপর্ব স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা অনেকটাই মাওবাদী সন্ত্রাসের হাত থেকে মমতা ব্যানার্জীকে রক্ষা করার নিরাপত্তা বর্মের সঙ্গেই তুলনীয় বলে দাবি করেছেন এই সভার দায়িত্বে থাকা আধিকারিকরা।এক আধিকারিক জানিয়েছেন ,”আক্রমণ আক্রমনই তা শারিরীক অথবা স্বাস্থ্যগত যাই হোক না কেন, আমাদের কাজ মুখ্যমন্ত্রীকে রক্ষা করা। এমনিতেই তার বয়স ৬৫বছরের উপরে যা কোভিড প্রোটোকল অনুযায়ী সুপার হাই রিস্ক।এই অবস্থায় কোনও ঝুঁকি নেওয়া যায় না।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে,  মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে থাকবেন এমন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এবং মঞ্চে বিদ্যুৎ সংযোগ,আলো, মাইক,চা,জল,স্ন্যাকস ইত্যাদি যাবতীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবেন এমন শতাধিক ব্যাক্তির আরটি/পিসিআর নমুনা সংগ্রহ করা হয়েছে।যার মধ্যে শুধু খড়্গপুরের ৯০জন মতো রয়েছে।এছাড়া মঞ্চের নীচে উপস্থিত থাকবেন এমন বিডিও,ওসি ইত্যাদি বিভিন্ন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাস্থলেই একটি আলাদা ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে অ্যান্টিজেন নমুনা  সংংগ্রহের জন্য।সকাল৯টা( সভা বিকাল৪টায়)থেকে লাইন দিয়ে অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুুনা দিতে হবে।তারপর অপেক্ষা করতে হবে ।যাদের নমুনা নেগেটিভ হবে তারাই উপযুক্ত পাস নিতে পারবে। অর্থাৎ সিকিউরিটি পাসের মতোই করোনা পাস নিতে হবে।যারা করোনা পাস ক্লিয়ার করবেন তারাএকটি কিটস পাবেন ভিতরে প্রবেশের জন্য।এই কিটসে ফেসশিল্ড,মাস্ক,গ্লোবস, স্যানিটাইজার ইত্যাদি থাকবে।

উল্লেখ্য, করোনা কালের কথা স্মরণ রেখেইএবার স্বল্প সংখ্যক আধিকারিকদের নিয়ে সভা করছেন মুখ্যমন্ত্রী। এবার করোনা পরিস্থিতির মুখে ওই স্বল্প পরিসরে সম্ভব নয় বলেই সভাস্থল বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক বা শিল্প তালুকে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই এখন চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ। এখানে সভা শেষ করে চপারে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। রাজবাড়িতে রাত কাটিয়ে বুধবার ফের হাজির হবেন ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে।

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...
Exit mobile version