Friday, December 19, 2025

মহাকাশ কেন্দ্রে বসেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মার্কিন নাগরিকদের

Date:

Share post:

এবার মহাকাশ কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেবেন ৩ মার্কিন মহাকাশচারী। আগামী মাসে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। মহাকাশ কেন্দ্রে বসেই নিজের ভোট দেবেন তাঁরা।

মার্কিন মহাকাশচারী মাইকেল হপকিন্স, ভিক্টোর গ্লোভার, শ্যানন ওয়াকার, এবং জাপানি মহাকাশচারী সইচি নগুচি স্পেসএক্সের ক্রু ড্রাগন ভিত্তিক মিশনে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাবেন। কীভাবে হবে এই প্রক্রিয়া? মূলত ওই তিন মার্কিন মহাকাশচারীরা মহাকাশ থেকে ‘ইলেকট্রনিক পিডিএফ ফাইল’ পূরণ করবেন।নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের মেইল মারফত সেই ফাইল পাঠাবেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘রেসিলিয়েন্স’ নামের ক্যাপসুলে করে মহাকাশের উদ্দেশে রওনা হবেন তাঁরা।

কয়েক মাস আগে নাসার স্পেস শাটলগুলির মেয়াদ ফুরিয়ে যায়। রাশিয়ার সয়ুজ মহাকাশযানের উপরে নির্ভর করতে হচ্ছিল যুক্তরাষ্ট্রকে। স্পেসএক্সের ক্রু ড্রাগনের জন্য আপাতত রাশিয়ার উপর নির্ভরশীল নয় যুক্তরাষ্ট্র। এই নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য বেসরকারি খাতে মহাকাশ মিশন শুরুর উত্‍সাহ দিয়ে আসছিল নাসা। মহামারি পরিস্থিতিতে এই অভিযানের নাম ‘রেসিলিয়েন্স’ হবে বলে ঠিক করেছেন মহাকাশচারীরা। এই কঠিন পরিস্থিতির মধ্যে নাসা যে নিজেদের অভিযান স্থগিত করেনি তাতে খুশি মহাকাশচারীরা। মার্কিন মহাকাশচারী হপকিন্স বলেছেন, ‘‘২০২০ আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত খারাপ একটা বছর। একইসঙ্গে চ্যালেঞ্জিংও। মারণ ভাইরাসের জন্য অনেক কিছু ওলট পালট হয়ে গিয়েছে।  অর্থনৈতিক দুর্দশা, অস্থিরতা সত্ত্বেও নাসা নিজেদের উৎক্ষেপণ পরিকল্পনা থামায়নি। আবার ওখানে বসে ভোট দেওয়ার সুযোগও পাব। নাসার এই উদ্যোগে আমরা স্বাগত জানিয়েছি।’’

আরও পড়ুন:তীর্থযাত্রীদের জন্য খুলল পবিত্র মক্কার দরজা

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...