বিজেপি নেতার ময়নাতদন্ত: NRS হাসপাতালের বাইরে ব্যাপক উত্তেজনা

অর্জুন সিং ঘনিষ্ঠ বারাকপুর-টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লর ময়নাতদন্ত হচ্ছে কলকাতার NRS হাসপাতালে। তার আগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে NRS হাসপাতাল চত্বরে। হাসপাতালের গেটের বাইরে জমায়েত করেছেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক।

তাঁদের দাবি, ময়নাতদন্তে তথ্য গোপন করা হতে পারে। তাই দলীয় প্রতিনিধিদের রাখতে হবে ময়নাতদন্তের সময়। ইতিমধ্যে NRS হাসপাতালের বাইরে গার্ডরেল দেওয়া হয়েছে। অভিযোগ, তা ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা। যা নয় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, কৈলাস বিজয়বর্গীয় হাসপাতালের মধ্যে গিয়েছেন। রয়েছেন অর্জুন সিং-সহ আরও নেতৃত্ব। মর্গের সামনে রয়েছেন তাঁরা। বাইরে এখনও উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ, বিহারের মত মাফিয়ারাজ এরাজ্যে, মুখ ফসকে এ কী বললেন দিলীপ?

Previous articleমহাকাশ কেন্দ্রে বসেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মার্কিন নাগরিকদের
Next articleফের “উন্নয়নের বদলে ভোট”-এর নিদান দিয়ে বিতর্কে অনুব্রত