হাথরাসের কলঙ্কিত ঘটনা নিয়ে এখনও দেশজুড়ে আলোড়ন চলছে। সেই উত্তাপ কমার আগেই ফের যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের আলিগড়ে এক ৬ বছরের শিশুকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠলো। জানা গিয়েছে, দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুটির।

এই নিন্দনীয় ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবিতে শিশুর দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন তার পরিবারের লোকেরা। এলাকার মানুষও সেই বিক্ষোভে সামিল হয়েছে।

জানা গিয়েছে, আলিগড়ের জাতোই গ্রামে দিন দশেক আগে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার এক দূর সম্পর্কের দাদার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা শিশুটিকে ভর্তি করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে শিশুটির পরিজনদের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে হয়রানির শিকার হতে হয়। অভিযুক্ত যুবক ও ওই পুলিশ কর্মীদের গ্রেফতারির দাবিতে এখনও বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-নির্ভয়ার পর হাথরাস কাণ্ডে অভিযুক্তদের হয়ে আইনি লড়াইয়ে এপি সিং
