Friday, January 23, 2026

মাস্টার রাজুর খোঁজে CID! মনীশ খুনে জোরালো হচ্ছে ব্যক্তিগত আক্রোশের মোটিভ

Date:

Share post:

অর্জুন ঘনিষ্ঠ বারাকপুর-টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের মোটিভ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক চাপানউতরের মধ্যেই উঠে বাড়ছে ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতার তত্ত্ব। CID তদন্তে নেমে এই খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

অসমর্থিত সূত্রের খবর, খুররাম খান এবং গুলাব শেখকে গ্রেফতারের পর রাতভর জেরা চলেছে। সেখানে থেকে ব্রেক থ্রু পেয়েছেন তদন্তকারীরা। মণীশ শুক্লা খুনে জেরায় উঠে চাঞ্চল্যকর তথ্য। মাসখানেক ধরেই মনীশের গতিবিধির উপর নজর ছিল আততায়ীদের। পরিকল্পিত এই খুন আরও ৭দিন আগেই হতে পারতো। কিন্তু মণীশের দু-পাশে থাকতেন তাঁর দুই দেহরক্ষী। ফলে টার্গেট করা যায়নি। কিন্তু দেহরক্ষী ছুটিতে যাওয়ায় অপারেশনের দিন চূড়ান্ত হয় গত রবিবার রাতে। আর CID-এর হাতে এমন তথ্য উঠে আসার পরই বিজেপি নেতা খুনে ক্রমশ জোরাল হচ্ছে ব্যক্তিগত শত্রুতার মোটিভ।

আরও জানা যাচ্ছে, ধৃত দু’জনকে গ্রেফতার করে আরও এক দুষ্কৃতীর নাম পেয়েছে CID. তদন্তে উঠে এসেছে রাজু খান ওরফে “মাষ্টার রাজু” নামে আরও এক দুষ্কৃতীর নাম। খুনের ঘটনার কিছুদিন আগে থেকে এলাকায় দলবল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় রাজুকে। মাষ্টার রাজুর খোঁজে তল্লাশি চালাচ্ছে CID এবং পুলিশ। আশেপাশের সমস্ত থানাকে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, খুররমের সঙ্গে মণীশের পুরনো শত্রুতার খবর জানতে পেরেছে পুলিশ। খুররমের বাবা মহম্মদ ইসমাইল খুন হয়েছিলেন। সেই খুনের সঙ্গে মণীশ শুক্লা যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল ইসমাইলের পরিবারের। ফলে খুনের বদলা খুন সমীকরণে মণীশ হত্যাকাণ্ড কিনা সেদিকটিও খতিয়ে দেখছে CID.

আরও পড়ুন- মনীশ শুক্লার স্মৃতিতে এ কী লিখলেন কুণাল ঘোষ?

spot_img

Related articles

বন্দে ভারত-এ বন্ধ আমিষ! তৃণমূলের সুরে বিরোধিতায় বিজেপি রাজ্য সভাপতি

বাঙালির সংস্কৃতি রুচির উপর বিজেপি তাঁদের তৈরি ধর্মীয় নীতি চাপিয়ে দিতে চাইছে। সাম্প্রতিক সময়ে বারবার এই তথ্য তুলে...

ভারত-নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন: আহ্বান প্রাক্তন বিজেপি রাজ্যনেতা চন্দ্র বসুর

সাম্প্রদায়িক শক্তি যেভাবে গোটা দেশে মাথাচাড়া দিয়েছে, তা থেকে দেশকে রক্ষা করার ক্ষমতা রয়েছে একমাত্র নেতাজির আদর্শ মেনে...

কোচ নিয়োগেও জাতিগত সংরক্ষণ! নয়া বিতর্কে সাই

শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ আগেই ছিল এবার ক্রীড়া ক্ষেত্রে সংরক্ষণের নজির পড়ল সাই(SAI)। খেলার জন্য সহকারী কোচ নেওয়া হবে।...

পরাক্রম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর

নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন দ্রৌপদী মুর্মু। প্রত্যেক বছরের মতোই নেতাজির জন্মদিন উপলক্ষে...