Thursday, December 18, 2025

মাস্টার রাজুর খোঁজে CID! মনীশ খুনে জোরালো হচ্ছে ব্যক্তিগত আক্রোশের মোটিভ

Date:

Share post:

অর্জুন ঘনিষ্ঠ বারাকপুর-টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের মোটিভ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক চাপানউতরের মধ্যেই উঠে বাড়ছে ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতার তত্ত্ব। CID তদন্তে নেমে এই খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

অসমর্থিত সূত্রের খবর, খুররাম খান এবং গুলাব শেখকে গ্রেফতারের পর রাতভর জেরা চলেছে। সেখানে থেকে ব্রেক থ্রু পেয়েছেন তদন্তকারীরা। মণীশ শুক্লা খুনে জেরায় উঠে চাঞ্চল্যকর তথ্য। মাসখানেক ধরেই মনীশের গতিবিধির উপর নজর ছিল আততায়ীদের। পরিকল্পিত এই খুন আরও ৭দিন আগেই হতে পারতো। কিন্তু মণীশের দু-পাশে থাকতেন তাঁর দুই দেহরক্ষী। ফলে টার্গেট করা যায়নি। কিন্তু দেহরক্ষী ছুটিতে যাওয়ায় অপারেশনের দিন চূড়ান্ত হয় গত রবিবার রাতে। আর CID-এর হাতে এমন তথ্য উঠে আসার পরই বিজেপি নেতা খুনে ক্রমশ জোরাল হচ্ছে ব্যক্তিগত শত্রুতার মোটিভ।

আরও জানা যাচ্ছে, ধৃত দু’জনকে গ্রেফতার করে আরও এক দুষ্কৃতীর নাম পেয়েছে CID. তদন্তে উঠে এসেছে রাজু খান ওরফে “মাষ্টার রাজু” নামে আরও এক দুষ্কৃতীর নাম। খুনের ঘটনার কিছুদিন আগে থেকে এলাকায় দলবল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় রাজুকে। মাষ্টার রাজুর খোঁজে তল্লাশি চালাচ্ছে CID এবং পুলিশ। আশেপাশের সমস্ত থানাকে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, খুররমের সঙ্গে মণীশের পুরনো শত্রুতার খবর জানতে পেরেছে পুলিশ। খুররমের বাবা মহম্মদ ইসমাইল খুন হয়েছিলেন। সেই খুনের সঙ্গে মণীশ শুক্লা যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল ইসমাইলের পরিবারের। ফলে খুনের বদলা খুন সমীকরণে মণীশ হত্যাকাণ্ড কিনা সেদিকটিও খতিয়ে দেখছে CID.

আরও পড়ুন- মনীশ শুক্লার স্মৃতিতে এ কী লিখলেন কুণাল ঘোষ?

spot_img

Related articles

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...