Friday, November 28, 2025

হাথরাস, বলরামপুর নিয়ে সরকারকে ভর্ৎসনা রাষ্ট্রসংঘের, পাল্টা জবাব কেন্দ্রের

Date:

Share post:

হাথরাস, বলরামপুর থেকে গুরুগ্রামে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। শুধুমাত্র গত এক সপ্তাহে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। লাগাতার ধর্ষণের ঘটনায় আন্তর্জাতিক মঞ্চেও ভর্ৎসনার মুখে পড়ল ভারত।

খোদ রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর হাথরাস, বলরামপুর সহ অন্যান্য ঘটনার উদাহরণ টেনেছেন। ভারতের মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ‘‘হাথরাস এবং বলরামপুরের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল ভারতে মহিলারা এখনও পিছিয়ে। লিঙ্গবৈষম্য এখনও বেঁচে আছে ভারতে। আর এতে শিকার হচ্ছেন মহিলারা।’’ স্পষ্টতই, দেশের মেয়েদের উপর লাগাতার নৃশংস আচরণ জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে।

রাষ্ট্রসংঘের আধিকারিকের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এরপরই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর সাম্প্রতিক ঘটনা নিয়ে কিছু মন্তব্য করেছেন। এই ঘটনাগুলিতে তদন্তপ্রক্রিয়া এখনও চলছে। রেসিডেন্ট কো-অর্ডিনেটরের মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত এবং অযাচিত। তাঁর জেনে নেওয়া উচিত সরকার এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। বাইরের কারোর থেকে এই মন্তব্য কাম্য নয়।’’ হাথরাস সহ বাকি ঘটনা নিয়ে কোনও আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপ সরকার বরদাস্ত করবে না তা বিদেশমন্ত্রকের বক্তব্যে স্পষ্ট। এদিকে হাথরাস কাণ্ডের পর এর প্রতিবাদ, বিক্ষোভ নিয়ে বিদেশি শক্তির ‘হাত’ দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন:শীতে বাড়বে করোনার প্রকোপ, আশঙ্কার কথা শোনাল হু

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...