Monday, May 5, 2025

“মহিলাদের সম্মান করা তোমরা শেখোনি”, বিজেপি আইটি সেলকে তুলোধনা মিমির

Date:

যোগী রাজ্য উত্তরপ্রদেশের হাথরাস ও বলরামপুরে দলিতকন্যাদের গণধর্ষণ ও হাথরাসে হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিজেপি নেতা শ্যাম প্রকাশ দ্বিবেদির বিরুদ্ধেও এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কেন বারবার উত্তর প্রদেশেই এমন ঘটনা ঘটছে? প্রত্যক্ষ বা পরোক্ষে কেন নাম জড়িয়ে যাচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের? তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপান-উতর তৈরি হয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- ট্র্যাক্টরের সিটে গদি নিয়ে বসে কৃষকদের আন্দোলন হয় না, রাহুলকে ঠুকল বিজেপি

এই পরিস্থিতির মধ্যেই আবার বেফাঁস মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর মন্তব্য, “বাবা-মায়েরা মেয়েদের ঠিক শিক্ষা দিলে তবেই ধর্ষণ বন্ধ হবে।” এই মন্তব্যের পরই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। এবার এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

প্রয়াগরাজে বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং-এর ধর্ষণের মন্তব্য উল্লেখ করে এবং স্ক্রিন শর্ট দিয়ে মিমি একটি টুইট করেছেন। সেখানে সাংসদ-অভিনেত্রী লিখছেন, “নিজেদের দিকে তাকাও। বিজেপি আইটি সেল, তোমরাও রয়েছ এর মধ্যে।
দেখো সবসময়ের মতো আবার যদি আমাকে নিয়ে ট্রোল করা যায়। আমায় আমার ছবি বা ভিডিও নিয়ে ট্রোল করা যায়। অথবা আমার ছবির কমেন্ট সেকশনে এসে আমায় গালাগাল দেওয়া। কারণ, মহিলাদের সম্মান করা তোমারা শেখো নি। বেটি বাঁচাও বললেই বেটিরা বেঁচে যায় না।”

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version