প্রদেশ কংগ্রেস সভাপতির আসনে দ্বিতীয়বার বসার পর এই প্রথমবার মিছিল নিয়ে কলকাতার পথে অধীর চৌধুরি৷ আগামী শনিবার, ১০ অক্টোবর বিকেলে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবিতে মিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস ৷ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধায়ক মনোজ চক্রবর্তী জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দরবৃদ্ধি, করোনা আক্রান্তদের চিকিৎসা পরিকাঠামোর ক্রমাবনতি, বিদ্যুতের অস্বাভাবিক দামবৃদ্ধি, বিরোধীদের উপর প্রশাসনিক হামলা, রাজ্যে ক্রমবর্ধমান বেকারি ইত্যাদি দাবিতে ওইদিন বিধান ভবন থেকে ধর্মতলা ওয়াই-চ্যানেল পর্যন্ত মিছিল করবেন কংগ্রেস নেতা-কর্মীরা৷ এই মিছিলের নেতৃত্ব দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ দলের অন্দরের খবর, আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই অধীর চৌধুরির নির্দেশে পথে নামছে কংগ্রেস ৷

আরও পড়ুন-বীরভূমকে কাশ্মীরের সঙ্গে তুলনা: ফের বেলাগাম রাজু
