সার্ভার বিভ্রাটের জের, রবীন্দ্রভারতীতে স্থগিত দূরশিক্ষার পরীক্ষা

সার্ভার বিভ্রাটের জেরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্থগিত হয়ে গেল দূরশিক্ষার পরীক্ষা। আজ, বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সকাল ৯ টা নাগাদ দূরশিক্ষার পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সার্ভারে বিভ্রাট দেখা যায়। দুপুর ২টোর পরেও ওই সার্ভার ঠিক না হওয়ায় সংশ্লিষ্ট দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। কবে এই পরীক্ষা হবে তা জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজ্যজুড়ে মূলত অনলাইন পদ্ধতিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হচ্ছে। রবীন্দ্রভারতীর দূরশিক্ষার কোর্সে রাজ্যের নানা প্রান্তের ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করেন। সার্ভার বিভ্রাট এর জেরে এদিন পরীক্ষা দেওয়া হল হাজার হাজার পরীক্ষার্থীর। এদিন ধুপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে পারলেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার ২৭২ জন ছাত্রছাত্রী।

আরও পড়ুন:স্কুল শিক্ষকদের বদলি এবার অনলাইন পদ্ধতিতে, নতুন পোর্টাল চালু সরকারের

Previous articleকনক দুর্গা মন্দিরের সংস্কারে দু’কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন মন্দির
Next articleমহামারির আবহে হুগলির ঘোষাল বাড়ির পুজোতেও কাটছাঁট