করোনা সংক্রমণ রুখতে লরির চাকার ফরেনসিক টেস্ট, নির্দেশ মমতার

সীমানাবর্তী জেলায় যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য সতর্ক মুখ্যমন্ত্রী। সেই বার্তাই দিলেন জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লরি চালকদের থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায়, তার ওপর বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে তিনি বলেন, টোল প্লাজায় লরির চাকার ফরেন্সিক টেস্ট করতে হবে। নির্দিষ্ট জায়গায় লরির স্টপেজ করতে হবে যাতে লরি চালকদের মাধ্যমে সংক্রমণ না ছড়ায়। একইসঙ্গে গ্রামের রাস্তা দিয়ে যাতে ট্রাক যেতে না পারে তার জন্য পুলিশকে সতর্ক দৃষ্টি দিতে বলেন তিনি।

মমতা জানান, তাঁর আমলে সাড়ে ৩ লক্ষ কিমি রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তায় যেন ভারী লরি ট্রাক চলে নষ্ট করে না দেয় সে বিষয়ে প্রশাসনকে দৃষ্টি রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, জেলার উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পতিত জমিকে বিভিন্নভাবে কাজে লাগানো হবে। পতিত জমি একসঙ্গে করে নতুন প্রকল্প হচ্ছে। তাতে একশো দিনের কাজের সংস্থান হবে। এই প্রকল্পে প্রায় ২.৫ লক্ষ কর্মসংস্থান হবে।

আরও পড়ুন-ঝাড়গ্রামে করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর