Friday, November 28, 2025

বালুরঘাটে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন, হাত ছেড়ে তৃণমূলে হেভিওয়েটরা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে শাসক দল। অন্যদিকে, ভাঙন অব্যাহত বিরোধী শিবিরে। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস কিংবা বাম, প্রত্যেকের ঘরে ফাটল ধরিয়ে ঘাসফুল শিবিরে যোগদান অব্যাহত। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাঁর উন্নয়নের শরিক হতে অন্য দলের নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে। হাতে তুলে নিচ্ছেন ঘাসফুলের পতাকা।

 

তারই অঙ্গ হিসেব এবার হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন
দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের একঝাঁক নেতা-কর্মী। বালুরঘাটে তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রর হাত ধরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির দু’জন-সহ ব্লক ও অঞ্চল কমিটির একাধিক সভাপতি ও তাঁদের শ’দুয়েক অনুগামী ঘাসফুল শিবিরে যোগ দিলেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও সহ-সভাপতি সুমিত দত্ত, ওয়ার্কিং কমিটির আরেক সদস্য শুভজিৎ কুমার দত্ত, হিলি ব্লক যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় সূত্রধর ও আইএনটিইউসি’র ব্যাংক ইউনিয়নের নেতা ছোটন ঘোষ-সহ আরও অনেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। একুশের নির্বাচনের আগে যা দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো শাসকের।

বালুরঘাটে যোগদান অনুষ্ঠানে তৃণমূলের শিক্ষা সেলের অন্যতম নেতা তথা শিক্ষাবিদ অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে ছিলেন তৃণমূলের দুই কনভেনর ললিতা টিগ্গা, সুভাষ চাকি ও সাধারণ সম্পাদক রাজেন শীল।

ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, “যাঁরা তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসে থাকাকালীন সময় থেকে তাঁদের খুব ভালোভাবে চিনি। এঁরা এলাকায় বেশ পরিচিত ও দক্ষ সংগঠক। তাঁরা সকলেই মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু কংগ্রেসে সেই সুযোগ না পাওয়ায় তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই শীর্ষ নেতৃত্বের অনুমতিতে তাঁদের তৃণমূলে সামিল করে নেওয়া হলো।”

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...