অ্যাডিলেডে পিঙ্ক টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু কোহলিদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক টেস্ট দিয়ে শুরু হবে কোহলি ব্রিগেডের অভিযান। অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট। সৌরভের উদ্যোগে পিঙ্ক টেস্ট প্রথম পিঙ্ক টেস্ট ইডেনে খেলে কোহলিরা। গতবার অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়া পিঙ্ক টেস্ট খেলতে না চাইলেও এবার শুরু দিন-রাতের ম্যাচ দিয়ে।

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ-ই ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে,ঘটনা কী ?

১৭ ডিসেম্বর থেকে টেস্ট শুরু।মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর থেকে। এই টেস্ট বক্সিং ডে টেস্ট নামে পরিচিত। ৭ জানুয়ারি সিডনি ও ১৫ জানুয়ারি ব্রিসবেন টেস্ট শুরু।

তবে সফর শুরু এক দিনের সিরিজ দিয়ে। আইপিএল খেলেই ভারতীয় দল উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। ২৫-৩০ নভেম্বরের মধ্যে হবে তিনটি ওয়ান ডে আর ৪-৮ ডিসেম্বরের মধ্যে হবে তিনটি টি-২০ ম্যাচ। ভারতীয় দল অস্ট্রেলিয়া যাওয়ার আগে ৭ দিনের প্র‍্যাক্টিস সেশন শুরু করবে বলে এখনও পর্যন্ত ঠিক আছে।

Previous articleকরোনায় প্রয়াত হলেন বিশিষ্ট আইনজীবী অশোক বক্সি
Next articleবালুরঘাটে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন, হাত ছেড়ে তৃণমূলে হেভিওয়েটরা