ধর্ষণে অভিযুক্তরা কি কঙ্গনার ভাই? কটাক্ষ সঞ্জয় রাউতের

হাথরাস ধর্ষণকাণ্ড নিয়ে কেন চুপ কঙ্গনা রানাওয়াত? কেন এই বীভৎস ঘটনার পর উত্তরপ্রদেশের যোগী সরকার নিয়ে কোনও রকম বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে না অভিনেত্রীর মুখে? ধর্ষণে অভিযুক্তরা কি কঙ্গনার ভাই? শিবসেনার মুখপত্র সামনায় সেই প্রশ্ন তুলেছেন দলের নেতা ও সাংসদ সঞ্জয় রাউত৷ প্রসঙ্গত বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং পরবর্তী সময়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সোচ্চার হন কঙ্গনা৷ এমনকী, তিনি মহারাষ্ট্রকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন৷ তাঁর মতে, মহারাষ্ট্রে আইন ও সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেখানে কারুর কোনও স্বাধীনতা নেই৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই এবার কঙ্গনার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয়৷ তাঁর প্রশ্ন, যদি মহারাষ্ট্রের প্রতি এমন কুৎসিত মন্তব্য করতে পারেন এই অভিনেত্রী, তাহলে উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা নিয়ে কেন যোগী সরকারের কাছে কোনও প্রশ্ন রাখছেন না? তাহলে কি ধর্ষণে অভিযুক্তরা কঙ্গনার ভাই? যে কোনও অন্যায়ের বিরুদ্ধে সুর চড়ান বলে দাবি করেন যে অভিনেত্রী, তিনি কেন এই অপরাধের পর চুপ, সেই প্রশ্ন করেছেন সঞ্জয় রাউত৷ পাশাপাশি কঙ্গনা রানাওয়াতের নাম না করে শিবসেনার মুখপত্র সামনা পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, হাথরাসে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে তরুণীর মৃত্যুর ঘটনায় ওই অভিনেত্রী গ্লিসারিন ব্যবহার করেও দু’ফোঁটা চোখের জল ফেলেননি।

আরও পড়ুন- বন্ধ নবান্ন: অভিযান জারি বিজেপির, প্রস্তুত পুলিশ-প্রশাসন

যদিও ঘটনার পর টুইট করে কঙ্গনা হাথরাস কাণ্ডে দুঃখপ্রকাশ ধর্ষকদের সর্বসমক্ষে গুলি করে মারার কথা বলেছিলেন। তবে তাতে উত্তরপ্রদেশ প্রশাসন বা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে টুঁ শব্দ করেননি। এমনকী পরিবারের অনুমতি ছাড়া যেভাবে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেয় উত্তরপ্রদেশ পুলিশ, সেই নিয়েও কোনও প্রতিবাদ করেননি কঙ্গনা৷