বন্ধ নবান্ন: অভিযান জারি বিজেপির, প্রস্তুত পুলিশ-প্রশাসন

বৃহস্পতিবার, বিজেপির নবান্ন অভিযান। আর সেদিনই জীবাণুমুক্ত করার জন্য বন্ধ থাকছে নবান্ন। তবে একদিন নয়, বৃহস্পতি এবং শুক্র দুদিন স্যানিটাইজ করার জন্য নবান্ন বন্ধ থাকবে। আধিকারিক ও কর্মচারীদের নবান্ন চত্বরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সন্ধেয় যখন এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, তখন নবান্ন অভিযানের শেষ লগ্নের প্রস্তুতিতে গেরুয়া শিবির।

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো-সহ একাধিক অভিযোগ তুলে তার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুবমোর্চা।

কী বলছে বিজেপি
অভিযানের দিনই স্যানিটাইজ করার জন্য দুদিন নবান্ন বন্ধের সিদ্ধান্তকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু বলেন, এর থেকেই প্রমাণ রাজ্য প্রশাসন বিজেপিকে ভয় পাচ্ছে। একই সুর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথাতেও। তবে, বৃহস্পতিবারের কর্মসূচি হবেই বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

কোন পথে অভিযান
বিজেপি সূত্রে খবর, কলকাতা ছাড়া হাওড়া শহরে দুই প্রান্ত থেকে দুটি মিছিল যাবে নবান্নে।
একটি সাঁতরাগাছি বাস টার্মিনাস হয়ে কোনা এক্সপ্রেসের পথ ধরে ক্যারি রোড হয়ে নবান্নে পৌঁছনোর কথা।
অন্য মিছিলটি হাওড়া ময়দান হয়ে জিটি রোড অথবা ফোরসর রোড হয়ে কাজিপাড়া দিয়ে ঢোকার চেষ্টা চালাবে।

প্রস্তুত পুলিশ-প্রশাসন
নবান্ন বন্ধ থাকলেও বিজেপির কর্মসূচি জারি রাখায় প্রস্তুত পুলিশ-প্রশাসনও। বুধবার, হাওড়ার শরৎ সদনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য ও  জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা, হাওড়া পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল, একাধিক ডিআইজি পদমর্যাদার অধিকারিক, এসপি, ডিএসপি, বিভিন্ন থানার ওসি ও আইসি।


পুলিশ সূত্রে খবর,
• শহরকে ৫টি সেক্টরে ভাগ করা হচ্ছে
• প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে একজন ডিআইজি পদ মর্যাদার আধিকারিক
• মিছিল আটকাতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়
• প্রত্যেকটি বলয় থাকছে কমব্যাট ফোর্স, ব়্যাফ, রোবোকপ। থাকছে জলকামান
• রাজ্যের বেশিরভাগ জেলা থেকেই আড়াইশোর বেশি পুলিশ আধিকারিক ইতিমধ্যেই হাওড়া পৌঁছেছেন
• বিভিন্ন জেলা থেকে বাহিনী পৌঁছেছে হাওড়া শহরে

দু তরফে নিজেদের প্রস্তুত রেখেছেন সবদিক থেকে। তবে নবান্ন বন্ধ থাকায় এই মিছিলের ধার যে অনেকটাই ভোঁতা হয়ে তা মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- এসব মেয়েদের দেহ তো ক্ষেতেই পাওয়া যাবে! জঘন্য মন্তব্য বিজেপি নেতার

Previous articleএসব মেয়েদের দেহ তো ক্ষেতেই পাওয়া যাবে! জঘন্য মন্তব্য বিজেপি নেতার
Next articleশারদীয়া ডিজিটাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড: জমবে সোশ্যাল মিডিয়ার পুজোর শ্রেষ্ঠত্বের লড়াই