এর আগেও একবার গোড়াতেই অচেতন।
বৃহস্পতিবারেও।

ছবি স্পষ্ট দেখা গেল স্রেফ জলকামানের ধাক্কাতেই পড়ে প্রায় অজ্ঞান বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়।
নীলজলের স্রোত।

রাজুকে শুশ্রূষা করেন বিজেপি কর্মীরা।
শেষে অ্যাপোলো হাসপাতাল।

রাজুর ঘনিষ্ঠরা বলছেন, আচমকা কানের পাশে এসে পড়ে জলের ধাক্কা। টাল সামলাতে পারেননি রাজু।
তাঁর দ্রুত আরোগ্য কামনা চলছে।

অন্যদিকের বক্তব্য, যাদের নেতৃত্বে অভিযান, তাঁরা যদি প্রথম রাউণ্ডেই এসব করে সরে যান, তাহলে কোনো সিরিয়াস আন্দোলন হয় না।

আরও পড়ুন-বিজেপির মিছিলে কোথায় মোদির ‘দো গজ কি দুরি’!
