“Wait and watch” পদ্ধতিতে বাজিমাত করল পুলিশ

বিজেপির নবান্ন অভিযানকে ওয়েট অ্যাণ্ড ওয়াচ ফর্মুলায় ব্যর্থ করে দিল পুলিশ। তাদের রণনীতি সফল। বিজেপি এটিকে বড় ইস্যু করার সুযোগ পায়নি।

১) বিজেপি কর্মীরা আক্রমণ করলেও পুলিশ প্ররোচনায় পা দেয়নি। সংযত থেকেছে।

২) পুলিশ অপেক্ষা করেছে। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান, পরে কাঁদানে গ্যাস চালিয়েছে। প্রয়োজনে লাঠি।

৩) পুলিশ মূলত এলাকার দখল রাখার নীতি নিয়েছিল। বিজেপি আক্রমণ করলে তা থামিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

৪) বিজেপি কর্মীরা পিছিয়ে গেলে পুলিশ এগিয়ে জায়গার দখল নেওয়ার পথে গেছে। হাওড়ার সরু রাস্তা নজর রাখতে ড্রোন ব্যবহার করে।

৫) বিজেপি ইঁট, বোমা ছুঁড়লেও, টায়ারে আগুন লাগালেও; তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেলেও, পুলিশ গুলির পথে যায়নি।

ফলে বিজেপি প্ররোচনা দিলেও পুলিশ এমন কিছু করেনি যাতে পরে বিজেপির হাতে বড় ইস্যু যেতে পারে। যেটুকু লাঠি না চালালে নয়, তার বাইরে পুলিশ করেনি।

এখন দুপুর দুটো।
এখনও পুলিশ একদম ঠিকঠাক নীতিতে চলছে।

আরও পড়ুন-বিজেপির পরিকল্পিত গোলমাল, অনেক সংযত পুলিশ

Previous articleডানকুনিতে পথ অবরোধ বিজেপির, হটাতে লাঠিচার্জ
Next articleমধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, বাড়তে পারে হেঁশেলের খরচ