২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার পেল রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য প্রকল্প বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে আপসহীন লড়াইকে স্বীকৃতি দিতেই এই সম্মান দেওয়া হয়েছে। ক্ষুধার্ত মানুষকে খাদ্য বিলির উদ্যোগ বিশ্ব শান্তি রক্ষায় এক কার্যকর ভূমিকা পালন করছে বলে মনে করেছে নোবেল কমিটি।

করোনা বিশ্ব মহামারির আবহে যখন গোটা বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তখন বিশ্ব খাদ্য প্রকল্পের মুকুটে নোবেল পুরস্কারের পালক সংযুক্ত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার অসলো শহরে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন বেরিট রিস অ্যান্ডারসেন। তিনি বলেন, কোটি কোটি ক্ষুধার্ত বিপন্ন মানুষের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশেই WFP-কে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁর দাবি, পৃথিবীর একাধিক দেশে ক্ষুধার্ত মানুষের ক্ষোভকে যুদ্ধ ও সংঘাতের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্ষুধা সেখানে সংঘাতের হাতিয়ার। ক্ষুধার্তের মুখে খাদ্য তুলে দিতে রাষ্ট্রসংঘের এই সংস্থায় মুক্ত হস্তে অর্থদানের আর্জি এদিন জানিয়েছেন বেরিট রিস অ্যান্ডারসন। কোভিড আক্রান্ত বিশ্বে খাদ্যাভাবের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে WFP-র হাত মজবুত করার আবেদন জানান তিনি।

আরও পড়ুন-চিনের ‘একতরফা আগ্রাসন’-এর প্রতিবেদন ওয়েবসাইট থেকে সরাল প্রতিরক্ষা মন্ত্রক
