দুর্গাপুজোর পরে নিষেধের ঘেরাটোপে নবরাত্রি, নিষিদ্ধ গরবা

দুর্গাপুজোর পরে কড়া বিধি নিষেধ ঘেরাটোপে নবরাত্রি। গুজরাটে করোনা পরিস্থিতিতে পুজো নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। একইসঙ্গে গরবা নিষিদ্ধ করল গুজরাট সরকার। সেইসঙ্গে বলা হয়েছে এক ঘন্টার মধ্যেই সেরে ফেলতে হবে প্রতিদিনের নবরাত্রি পুজো।

শুক্রবার, নির্দেশিকায় জানানো হয়, এবছর গরবা অনুষ্ঠান করা যাবে না। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। নবরাত্রি ঘিরেই গরবা। উৎসবের ভিড় করোনা আক্রান্তের সংখ্যা বাড়াতে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সে কারণেই এবার গরবার অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার।

আরও পড়ুন- জমি বিবাদ নিয়ে পুড়িয়ে মারা হল পুরোহিতকে, নাম উল্লেখ করলেন দুষ্কৃতীদের

Previous articleজমি বিবাদ নিয়ে পুড়িয়ে মারা হল পুরোহিতকে, নাম উল্লেখ করলেন দুষ্কৃতীদের
Next articleপ্রমোটারের বেআইনি কাজ, খবর করায় সাংবাদিককে হুমকি!