‘রয়্যালস’ বধ করে লিগের মগডালে দিল্লি

দিল্লি ক্যাপিটালস – ১৮৪/৮
রাজস্থান রয়্যাল ১৩৮/১০

৪৬ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস

দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ানকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে রাজস্থান রয়্যালসকে দারুণ শুরু দেয় আর্চার৷ কিন্তু ইনিংসের ১৯তম ওভারে অ্যান্ড্রু টাই ২২ রান খরচ করে৷ তার ওপর একটি নো ও একটি ওয়াইডও। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তোলে দিল্লি৷ সৌজন্যে মার্কাস স্টওনিস(৩৯) ও শিমরন হেটমাইয়ের(৪৫) ঝোড়ো ইনিংস। ফলে রাজস্থান রয়্যালস ব্যাটসম্যানদের কাজটা আরও কঠিন হয়ে যায়। আর্চার ৪ ওভারে মাত্র ২৪ খরচ করে তিন উইকেট তুলে নেয়।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাবাদা(৩), স্টওনিস(২) এবং অশ্বিন (২) বোলিংয়ের সামনে ১৩৮ রানে শেষ হয়ে যায় প্রথম আইপিএল চ্যাম্পিয়নরা৷ শুক্রবার শারজায় দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৬ রানে হেরে প্লে-অফ থেকে আরও দূরে সরে গেল রাজস্থান রয়্যালস৷ অন্যদিকে ক্যাপিটালস ৬ ম্যাচের পাঁচটি জিতে পয়েন্ট তালিকায় ফের একবার এক নম্বরে উঠে এল।

আরও পড়ুন- দুর্গাপুজোর অনুদান ও পুরোহিতদের ভাতা নিয়ে জনস্বার্থ মামলা

Previous articleদুর্গাপুজোর অনুদান ও পুরোহিতদের ভাতা নিয়ে জনস্বার্থ মামলা
Next articleশিখ যুবকের পাগড়ি খুলে নিচ্ছে পুলিশ! মমতাকে টুইট হরভজনের