৬ মাস টানা অচল বুদ্ধদেব ভট্টাচার্যের ল্যান্ডফোন, কাজ হচ্ছেনা অভিযোগেও

তিনি বাইরে বের হন না, এখন মোবাইল ফোনও একদমই ব্যবহার করেন না৷ বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম, বাড়ির ল্যাণ্ডলাইন ফোন৷

আরও পড়ুন- কেলেঙ্কারি! গুগল বলছে বিরাট নয়, অনুষ্কা শর্মা নাকি রশিদ খানের স্ত্রী

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সেই একমাত্র ল্যান্ডলাইন ফোনটিও টানা ৬ মাস অচল৷ অসুস্থ বুদ্ধদেববাবু মোবাইল ফোন ব্যবহার করেন না। তাঁর নিজস্ব কোনও মোবাইল ফোনও নেই। ল্যান্ডলাইনেই কথা বলতে তিনি অভ্যস্ত। খুব প্রয়োজন হলে তিনি কারো সঙ্গে কথা বলেন ওই ল্যান্ডলাইনেই৷ সেই ফোনটাই মাসের পর মাস অকেজো৷ টেলি-সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী গত কয়েক মাস ধরে কারো সঙ্গে কথা’ই বলতে পারছেন না। পরিবার ও তাঁর দলের তরফে বারবার কলকাতা টেলিফোন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে৷ কিন্তু এখনও কোনও কাজ হয়নি।বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার পর্যন্ত ওই ফোন যথারীতি অচলই রয়েছে৷
কলকাতা টেলিফোনস সূত্রের খবর, বিষয়টি স্বয়ং চিফ জেনারেল ম্যানেজারের নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট অফিসারদের এব্যাপারে নির্দেশও দিয়েছেন। জানা গিয়েছে, মাটির তলায় কেবল কেটে যাওয়ায় এই বিভ্রাট। কিন্তু ওই অচল টেলিফোন কবে সারানো হবে, সেব্যাপারে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। সূত্রের খবর, বকেয়া বেতন সহ নানা দাবিতে চলা ঠিকা কর্মীদের আন্দোলনের ফলে গত কয়েক মাস ধরে কলকাতায় অন্তত ৬০ হাজার ফোন অকেজো রয়েছে।

Previous articleপ্রকাশিত হলো সিবিএসই দশমের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল, পাশের হার ৫৬.৫৫ শতাংশ
Next articleফের দুর্নীতির অভিযোগ, ইজরাইলি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ